বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫

ভালবাঁশে ভালবাসা

কাঁচা হলে ফাঁটাফাঁটি,পাকা হলে হয় যুৎ,
শক্ত ও বাঁধনেতে, ভাল বাসা নাই খুঁত।

ভুল বুঝে যেও নাকো, ভালবাসা জারি থাক,
জেনে রেখো সখা ওগো, বাঁশ নিয়ে এ আলাপ।

জীবনের পদে পদে, বাঁশ নিয়ে করি বাস,
জানাবার আগ্রহে, আকুপাকু হাঁসফাঁস।

ঐ সেদিনের কাজলা দিদি, সঙ্গে ছিল বাঁশবাগান,
ইদানিং ঐ কেল্লাবাঁশের, ছাগের লাদি খুব বিলান।

লেখাপড়ার শক্ত বাঁশে, জীবন যাপন হয় তিতা,
সফলতায় বাঁশ হজমে, মিষ্টি খাওয়ায় কার পিতা।

কাঁচা বাঁশে প্রেমের ঘুণে, ফিউচার হয় ফকফকা,
পাঁকা বাঁশের ইটিশ পিটিশ, পরকীয়ায় সব ধোকা!

বাঁশের চাটাই, বাঁশ খাটিয়া, রওনা হলেন কোনখানে,
জীবন শেষেও সব বাঁশময়, বাঁশ হৃদয়ে প্রেম আনে।