বুধবার, ২৮ জানুয়ারী, ২০১৫

হিজিবিজি হাম্বাজীবি

ফাঁকা মাঠে ছাড়া ইচ্ছামত,
ছক্কা পাঞ্জা মেরে,
সেদিনের সেই নেংটিগুলো,
উঠেছেন বেড়ে ধেড়ে!

পকেট ভরা নেংটি নিয়ে,
ঘুরলাম কতকাল,
কোনোদিন কোনো ক্যাচালে যাইনি,
মারিনিকো কোনো ফাল;

তবুও যদি কুটুস করে,
কখনো কামড়ে দেই,
রাজা-উজিরেও উল্টাবে তবে,
হারিয়ে চাপার খেই।

চুপচাপ দেখি বসিয়া আড়ালে,
বোম-ভোলানাথ হয়ে,
মাত্রা ছাড়ালে ভেবোনাকো চাঁদু,
চিরকাল যাব সয়ে।

সোমবার, ২৬ জানুয়ারী, ২০১৫

প্রবাদ ভুল হলে

কুতকুতে কয়লায়, ধুয়ে সব ময়লায়,
আজ আহা ফটফটে, ফিট-ফাট বাবু ...
ঝকমকে স্মার্ট গাই, স্যূট-বুট সাদা টাই,
কয়লাকে আজ দেখে, প্রবাদটা কাবু!

পুরাতন দুরে যাক, একালের ওস্তাদ,
ধবধবে ক্লিন দেখে, উছলায় সুখে ...
কয়লার সাথে মিশে, যন্ত্রনা নয় বিষে,
রাজি নয় সন্দেহে, খৈ ফোটা মুখে।

প্রবাদটা হলে ভুল, কিছু নয় ভণ্ডুল,
তানাহলে দেখা ফের, ধরা খাওয়া দল,
বার বার ঠেকে শেখা, বোকা সাজা তাই সখা,
সিঁদুরে ও মেঘ দেখে, কী যে করি বল?

বুধবার, ১৪ জানুয়ারী, ২০১৫

রূপকথার বিপ্লব

রূপকথার ঐ দেশে,
রাতটি হলে পরে,
মানুষ দিয়ে আসতো তারা, ক্ষোক্কসেরই তরে।

ভেট যদি না পেতো,
তখন ইচ্ছামত,
মারতো যাকেই দেখতো পথে, চিবিয়ে মুণ্ডু খেতো।

চারদিকে আজ ভয়,
কখন কী যে হয়,
কার গায়েতে লাগবে আগুন, পুড়বে জীবন ক্ষয়!

দেশজুড়ে রাক্ষসে,
ভীষণ আক্রোশে,
মারছে আদম যখন তখন, যুক্তিবিহীন ত্রাসে।

লাগবেই যদি লাশ,
ঠিকুজিটা বলে যাস,
নিজ খরচে করবো সেথায়, আগুনের সন্ত্রাস।

তোর ঠিকুজির তলে,
পেট্রোল ঢেলে জ্বেলে,
জনগণ ছাড়া জমাবো তোদের, বিপ্লব হেসে খেলে।

শুক্রবার, ২ জানুয়ারী, ২০১৫

নয়া বছর স্বাগতম

নতুন বছর পাগলা ঘোড়া,
বাড়বে সকল দাম,
পিষ্ট আবার আম জনতা,
গরীব হওয়া কাম।

উঠবে বেড়ে চামচা নেতা,
আর ঠগীদের দল,
সব হারাবে বেকুব বোকা, 
লোভ করারই ফল।

বাঁধবে আশায় বুক সকলে,
সুদিন বুঝি হবে,
কাজ না করে খুব কামানো?!
খুলবে এ চোখ কবে?

মরবে কলু, মরবে বলদ,
রক্তচোষা মশা,
শূণ্য মেধায়, ফলতো ভাল,
বুদ্ধি হিসাব কষা।

সব রাবিশে ভর্তি মালে,
কিছুই বোঝেন নারে,
হাজার কোটি লৈয়া হাপিস,
আবার হতেও পারে।

এই বছরে লক্ষ্য যে ঠিক,
গড়বো ঠগের দল,
একসাথেতে লুটবো হেসে,
খুঁজবো মামা চল।

==
ফুটনোট:
১। নতুন পে-স্কেলে যথারীতি মূদ্রাস্ফীতি ঘটাবে। কিন্তু আমার বেতন তো আর সেই হিসেবে বাড়বে না ... সুতরাং ... ... কোড রেড, মে-ডে মে-ডে
২। কাম-কাজ ছাড়াই টাকা কামানো যায় -- জ্বী, আমাগো বেশিরভাগ শেয়ার বেবসায়ী এই ধরণের মানসিকতার বেকুব (সরি ফর দা হার্ড ওয়র্ড); আবার তাঁদের ধরা খাওনের টাইম আসন্ন
২-১। যথারীতি আমাদের অর্থের মাথা এইসব কিচ্ছু বুঝবেন না; বেকুবরা ধরা খাবে, আর তার দায় তিনি নিবেনই বা কেন!
৩। গেল বছর বেশ ভাল রকম ব্যাংক-লুট, পুকুর-চুরি ঘটেছে। এবছর নিশ্চয়ই লুট করার আরো উন্নততর ভার্সন পাবো।
৪। মেধার বন্যায় ভেসে যাচ্ছে দেশ; খরার মত বন্যাও খ্রাপ জিনিষ।
৫। মূদ্রাস্ফীতির বাজারে চুরি ডাকাতি করা ছাড়া টিকে থাকা যাবে কি না এই চিন্তায় অস্থির ... ...
৬। সবাইকে নয়া বছরের চিন্তায় অস্থির শুভেচ্ছা ... ...