বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০১৪

খুকির সকাল

সাত সকালে চড়ুই পাখি, কিচির মিচির ডাকে,
ওঠ্ মা-মনি, পাঠশালা যা, খুকির বাবা হাঁকে।
ঘুম ঘুমেতে গড়ান দিয়ে, ঝামটা মারে মুখ,
উঠবো না না, ধ্যাত্তারিকা, ঘুমের মাঝে সুখ!

যাওতো তুমি! ইশ্কুলেতে আর যাবোনা আমি,
ওঠ্ এখনি, হাতমুখ ধোও, আর নয় শয়তানি।
চাওনা কেন সেথায় যেতে, খাও কি বকা রোজ?
আজই গিয়ে মিসের কাছে, নিচ্ছি আমি খোঁজ।

আমিই যাব তোমার ক্লাশে, সেটাই কি গো চাও?
শিখবো লেখা, ছবি আঁকা, টিফিন আমায় দাও।
এই না শুনে, উঠলো খুকি, রেডি হওয়ার তাড়া,
ভিষন মজার ইশ্কুল তাঁর, করবে না হাতছাড়া।

বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০১৪

ছাতা হারানোর দিনে ... ...

ছাতাটি থাকতো চুপচাপ শুয়ে,
গ্রীষ্ম, বর্ষা, শরতে,
নিশ্চিত মনে ভরসা ছিলেন,
স্মৃতির প্রতিটি পরতে।

মোদের জীবন করতে রঙীন,
থাকলেন সাদাকালো;
বটগাছ যথা, ছায়া শ্যামলিমা,
নিকষ আঁধারে আলো।

জলসিঞ্চনে সিক্ত কপোল,
হারানো ছাতার শূণ্যতায়,
মায়াহীন রোদে নিরূপায়ে বাড়ে,
অশ্বত্থ একা শ্মশ্রুধারায় ... ...

==
শব্দার্থ:
শ্যামলিমা - greenery, সবুজ আচ্ছাদন (?)
কপোল [ kapōla ] বি. গণ্ড, গাল। [সং. √ কপ্ + ওল]। ̃ কল্পনা বি. অবান্তর কল্পনা; গালগল্প। ̃ কল্পিত বিণ. মনগড়া (কপোলকল্পিত গল্প)।
অশ্বত্থ [aśbattha] বি. বড় গাছবিশেষ, পিপুল। [সং. ন + শ্ব + √ স্হা + অ]।
শ্মশ্রু [śmaśru] বি. 1 দাড়িগোঁফ; 2 (বাং.) দাড়ি। [সং. শ্মন্ + √ শ্রি + উ]। ̃মণ্ডিত, ̃ল, ̃শোভিত বিণ. শ্মশ্রুময়, দাড়িগোঁফে ঢাকা (শ্মশ্রুমণ্ডিত মুখমণ্ডল)।

ব্যাখ্যা:
ঠিক ৪ বছর আগে এই দিনে বাবাকে হারিয়েছিলাম ... ... শেষ বয়সে চুপচাপ শুয়ে বসে কাটালেও, আমার সমস্ত অর্জনের প্রেরণা ছিলেন উনি। ওনাকে হারিয়ে অনুভব করলাম মাথার উপর থেকে অন্যতম ভরসার ছাতা সরে গিয়েছে। বেচারা সারাজীবন আমাদের জন্য কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন। বটবৃক্ষের মত ছায়া হয়ে ছিলেন। আজ নিজেকেই ধীরে ধীরে বটবৃক্ষ (অশ্বত্থ) ভূমিকায় নামতে হচ্ছে ...