শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৫

ভালোর রকমফের

অনেক ভালোর রকমফেরে, ওলটপালট চিন্তা,
ভাবতে বসে চুল্কে মাথা, কাটলো যে এই দিনটা।

যাচ্ছে ভালো চোর চোট্টার, বাকবাকুম ঐ চামার,
ভেজালেতে লাল কারবার, কী এসে যায় আমার!

বস এসে খুব বললে হেসে, হবেই ভালো সবার,
আশার বেলুন চুপসে দেখি, হচ্ছে এ কী! ভাগাড়!

অকর্মা আর চোর-চোট্টায়, উপচে তেলের ভান্ড,
অয়েল ম্যাসাজ চলছে জোরে, দেখছি বসে কান্ড!

হচ্ছে ভালো সত্যিই তো, এই আকালের যুগে,
ডান্ডা ছাড়াই ঠান্ডা করা, অসম্মানে ভুগে!

চামচিকাদের লাত্থি খেয়ে, ভালই যদি হয়,
কাদায় নেমে যুদ্ধ করা, কম্ম মোদের নয়।

ভালোর ভারে ঘুরছে মাথা, নাইকো ভালোর শেষ,
ভাগতে হবে সব গুটিয়ে, এটাও ভালো বেশ।

রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৫

লাইনে আনুন

আ্যাই গলু সল না, ঐদিকে চল না,
শিং দিয়ে ঢুশ-টুশ, মারিসনা ভাই;
যেন খুব শরমে, গলা স্বর নরমে,
গরুগুলো বেয়াড়া, শোনেনা ত‌ো ছাই!

সপাসপ বেত হাতে, এই নিয়ে চল সাথে,
মহিষ বা গাধা-গরু, লাইনেতে থাকে ...
দুনিয়ার ধারা এটা, শক্ততে সোজা হাঁটা,
নরমের জম সবি -- যেন মনে থাকে!

দে না বাঁশ ধরে ধরে, রিকুয়েস্ট খ্যাতা পুড়ে,
গদাম দে পশ্চাতে, প্যাঁচায় যে ত্যানা ...
বিচারটা ন্যায় হলে, চারিদিকে সোনা ফলে,
আর নয় ভদ্রতা, নয় আলোচনা!