সোমবার, ৩১ মার্চ, ২০১৪

জগাখিচুড়ি

অসার লেখা ফালতু বাত,
করছি হেথায় দিনকে রাত;
ভর্তা গাজর, শুটকি ঝাল,‌‌
হালুয়া মূলা, কলার ছাল।

মরিচ পোড়া কদবেলে,
কোপ্তা রসুন তেলতেলে!
তালমিছরি বিট লবন,
মাছের তেলে বাটারবন।

ঝোল খিচুড়ি, শুকনা দই,
মটর দানা, চিড়ার খই;
কাউন ম‌োয়া, তেঁতুল চাট্,
লাউয়ের বিচি, কচুর ডাঁট।

মিষ্টি বড়ই, পাকনা বেল,
চিমটি খানেক তিলের তেল;
পাপড় ভাজা, চটপটি,
মুরগী গুড়ের লটপটি।

চূণের পানি দুই ফোঁটা,
এলাচ, চিনি, পান বোঁটা;
এদের সাথে আমায় দিস,
ময়না পাখি, লইট্যা ফিশ।

শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪

লোকটা বড়ই শেয়ানা

লিখা লিখি করে না,
মিছামিছি নড়ে না,
লোকখানা সারাদিন বসে মারে ঝিম্

ক্ষিদে পেলে একবার,
ডাকাডাকি কারবার,
কে আছিস্, দিয়ে যা রে ঘিয়ে-ভাজা ডিম।

ব্যাটা বড় শান্ত,
ঝড়ে মন ক্লান্ত,
মনে মনে হাতি ঘোড়া কত মারে রোজ ... ...

ঝিমানোর ফাঁকে ফাঁকে,
আঁকিবুকি ছবি আঁকে,
ঢেউ তুলে হাঁটে কে রে? নেয় তার খোঁজ।

দেখে লোকে প্রতি রাতে,
গাছ-তলা ঠিকানাতে,
বিড়বিড় করে বকে, হাতে মুঠোফোন ...

তোমরা তো জান না,
ব্যাটা বড় শেয়ানা,
পাগলামো? নাকি চর? সন্দেহে মন।।

==
চর = জলকনা-চটকনা-চড় কিংবা চোর নয়, নদীর ধূ-ধূ বালু চর নয়, এ হল স্পাই অর্থাৎ গুপ্তচর।